বগুড়ার শেরপুর উপজেলায় শনিবার দুপুরে র্যাব-১২ এর অভিযানে ১ লাখ ৫৭ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর পশ্চিম খলিফাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ জাল টাকা চক্রের সদস্য নায়েব আলী (৪২), এনামুল হক (২৯) ও রফিকুল ইসলাম (৪২) কে আটক করা হয়। তারা ফেসবুকে পাথর কেনার অজুহাতে স্থানীয় ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করে এলাকায় অবস্থান নেয়। অভিযানে তিনটি ছোট পাথর, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, চারটি সিম ও নগদ ৪,২১০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে।