Web Analytics
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন হত্যা মামলার রায় আগামী ৭ জানুয়ারি ঘোষণা করা হবে। ৩০ নভেম্বর যুক্তিতর্ক শেষে সিলেট মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এ দিন নির্ধারণ করেন। ২০২০ সালের ১০ অক্টোবর রাতে ফাঁড়িতে তুলে রায়হানকে নির্যাতন করে হত্যা করা হয় বলে তদন্তে প্রমাণিত হয়। এ ঘটনায় ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ কয়েকজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। আকবরকে পরে গ্রেফতার করা হলেও তিনি জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন। মামলার অন্য আসামিরাও অধিকাংশ পলাতক। পিবিআই ২০২১ সালের মে মাসে ছয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বিচার শুরু হয় এবং ৬৯ জন সাক্ষীর মধ্যে ৬৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। দীর্ঘ চার বছর পর এখন রায় ঘোষণার অপেক্ষায় নিহত রায়হানের পরিবার ও সিলেটবাসী।

Card image

Related Videos

logo
No data found yet!