গাইবান্ধার সাঘাটায় বিএনপি নেতা ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ প্রায় ১০ হাজার মানুষকে ঐতিহ্যবাহী পিঠালি খাওয়ান। গত শুক্রবার জুমার নামাজের পর সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া শেষে এই ভোজের আয়োজন করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী খাবার পরিবেশন চলে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এক যুগের মধ্যে এত বড় পরিসরে পিঠালি খাওয়ার অনুষ্ঠান এটাই প্রথম। অংশগ্রহণকারীরা খাবারের স্বাদ ও শৃঙ্খল পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন। ঘুড়িদহ, বোনারপাড়া ও হলদিয়া এলাকার মানুষ একত্রে এই ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন।
অনুষ্ঠানে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মো. মাহামুদুনবী টিটুল, গাইবান্ধা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মো. ফারুক আলম সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।