শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের প্যানেলের সামনে জবানবন্দি দেন। তিনি জানান, ২০১৬ সালের ৪ আগস্ট সাদাপোশাকের একদল লোক তাকে তুলে নিয়ে যায় এবং একটি গোপন কক্ষে আটকে রাখে, যেখানে একটি টেবিলের গায়ে ‘সিটিআইবি’ লেখা ছিল। আওয়ামী শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১২ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে তিনি প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।
জবানবন্দিতে হুম্মাম বিস্তারিতভাবে জানান, তাকে বংশাল থানা থেকে মিন্টো রোডের ডিবি অফিসে নেওয়া হয়, পরে চোখ বেঁধে বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয় এবং সাত মাস একটি কক্ষে আটক রাখা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ, নির্যাতন ও তার অবস্থার বর্ণনা দেন তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিটিআইবি বা কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের একটি গোপন ইউনিট।
এই জবানবন্দি গুম ও গোপন আটক সংক্রান্ত অভিযোগের বিষয়ে একটি বিরল প্রকাশ্য সাক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।