রয়টার্স ও ইপসোস পরিচালিত এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট, যা তার দায়িত্ব গ্রহণের পর সর্বনিম্ন জনপ্রিয়তা। নভেম্বর মাসে ছয় দিনব্যাপী অনলাইনে পরিচালিত এই জরিপে ১,২০০ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। এতে দেখা যায়, ট্রাম্পের সমর্থন প্রায় ৪০ শতাংশে স্থিতিশীল থাকলেও ডেমোক্রেটদের মধ্যে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন নিয়ে উত্সাহ বেড়েছে। নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটারদের ৪৪ শতাংশ ভোট দিতে অত্যন্ত আগ্রহী, যেখানে রিপাবলিকানদের মধ্যে এই হার ২৬ শতাংশ। ভার্জিনিয়া, নিউজার্সি ও নিউইয়র্কে সাম্প্রতিক গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এই উত্সাহ বাড়িয়েছে। আসন্ন নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি ও সিনেটের ৩৫টি আসনে ভোট হবে।