উপ-প্রেসসচিব আজাদ মজুমদার বলেন, প্রতিবেশীকে খুশি করতে আরেক প্রতিবেশীর থেকে দূরে সরে যাওয়া স্বাধীন জাতির পররাষ্ট্র নীতি হতে পারে না। অতীতে দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যা-ই ঘটুক না কেন, এখন থেকে এটি বাংলাদেশপন্থি নীতি হবে। তিনি পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, বাংলাদেশের ভাগের অর্থ ফেরত দেওয়ার দাবি এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের আলোচনাকে তুলে ধরেন। তিনি বলেন, ফ্রান্স এবং ইংল্যান্ড শতাব্দী ধরে অসংখ্য যুদ্ধ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাত মিলিয়েছে। একই যুদ্ধে আমেরিকা জাপানে বোমাবর্ষণ করেছিল, কিন্তু পরে এটিকে মিত্রে পরিণত করেছিল।