১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন সিদ্ধান্ত—একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী সর্বোচ্চ ১০টি সক্রিয় সিম রাখতে পারবেন। আজ থেকেই মোবাইল অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে। এর আগে একজন নাগরিক সর্বাধিক ১৫টি সিম ব্যবহার করতে পারতেন। জুলাই মাসে বিটিআরসি এই নীতির ঘোষণা দিয়ে জানিয়েছিল, ডিসেম্বরের মধ্যে তা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। সংস্থাটি বলেছে, সিম ব্যবস্থায় শৃঙ্খলা আনা ও প্রতারণা রোধই এর উদ্দেশ্য। গ্রাহকরা *১৬০০২# ডায়াল করে বা অনলাইনে তাদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করতে পারবেন। দেশে বর্তমানে মোট সক্রিয় সিম সংখ্যা প্রায় ১৮ কোটি ৬২ লাখ হলেও প্রকৃত ব্যবহারকারী মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে ৫টির কম সিম রয়েছে এবং মাত্র ৩ শতাংশের নামে ১০টির বেশি সিম। ‘দৈবচয়ন’ নীতিতে সিম বন্ধ করা হবে, ফলে গুরুত্বপূর্ণ সিমও নিষ্ক্রিয় হতে পারে।