খাগড়াছড়ির জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, ইউপিডিএফ (মূল) দলের সক্রিয় সদস্য মানেক চাকমার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদর জোনের আওতাধীন পানছড়ি সাব-জোনের সদস্যরা। অভিযান চলাকালে সেখানে ১৫-২০ জন ইউপিডিএফ (মূল) সশস্ত্র সন্ত্রাসী দলের সশস্ত্র উপস্থিতি ছিল। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর জন্য তারা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। পরে পালিয়ে যাওয়া সশস্ত্র সন্ত্রাসীদের রুট ও আশপাশে অভিযান চালিয়ে ১টি রাশিয়ান পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ৭.৬২ মি. মি. ২শ রাউন্ড এ্যামোনিশন, ১টি ওয়াকিটকি সেট এবং ফার্স্ট এইড বক্সসহ সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম উদ্ধার করে সেনাবাহিনী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।