জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে যে ১৩ বিলিয়ন ডলারের তহবিল ঘাটতির কারণে ২০২৬ সালের মধ্যে তীব্র ক্ষুধার মুখে থাকা ৩১ কোটি ৮০ লাখ মানুষের এক-তৃতীয়াংশকে খাদ্য সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়বে। মানবিক সহায়তার অর্থায়ন কমে যাওয়ায় সংস্থাটি প্রায় ১১ কোটি মানুষকে অগ্রাধিকার দিয়ে সহায়তা দিতে বাধ্য হচ্ছে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ডব্লিউএফপি প্রয়োজনীয় অর্থের অর্ধেকেরও কম পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সংস্থাটির সবচেয়ে বড় দাতা হলেও, বিদেশি সহায়তা হ্রাস এবং ইউরোপীয় দেশগুলোর বাজেট কাটছাঁট পরিস্থিতি আরও জটিল করেছে। সংঘাত, চরম আবহাওয়া ও অর্থনৈতিক অস্থিরতায় ২০১৯ সালের তুলনায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ডব্লিউএফপি ও এফএও ১৬টি ক্ষুধার হটস্পট চিহ্নিত করেছে, যার মধ্যে গাজা, সুদান, হাইতি ও দক্ষিণ সুদান রয়েছে। নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন একে একবিংশ শতাব্দীতে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।