নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্লাটফর্ম’ (ওইপি) চালু করেছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এই ডিজিটাল প্লাটফর্মটি তৈরি করা হয়েছে। এটি শ্রম অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ—বিদেশগামী কর্মী, রিক্রুটমেন্ট এজেন্সি, বিএমইটি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বিদেশি নিয়োগকর্তা, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং পুনর্বাসন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান—সবাইকে একত্রে যুক্ত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ডেইপাক এলমার এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া।