ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ প্রতীক হিসেবে তালিকায় শাপলা নেই। সেজন্য দলটিকে বিকল্প প্রতীক প্রস্তাব পাঠাতে হবে। আখতার আহমেদ বলেন, ইসির ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার মধ্যে থেকে প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে। আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এসব আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে। এদিকে, শাপলা প্রতীক নিয়ে অনড় এনসিপি। দল নিবন্ধনের আবেদনে দুইবারই শাপলা প্রতীক বরাদ্দ চায় দলটি।