এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হবে। শহীদ মিনারে জারা বলেন, 'দেশ গড়তে জুলাই পদযাত্রায় আপনাদের সমস্যার কথা বলেছেন। প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি, চিকিৎসা ব্যবস্থা আপনাদের সঙ্গে কীভাবে বৈষম্য করছে, আপনারা কীভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যেন কেউ টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত না হয়, যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়, যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে। আর আপনাদের স্বাস্থ্য তথ্য হারিয়ে যাবে না। আরও বলেন, ‘আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করে গড়ে তুলব, যাতে আপনাদের এলাকায় আপনারা ঘরের কাছে মানসম্মত চিকিৎসা পান। চিকিৎসার অভাবে কারও অহেতুক প্রাণহানি যেন না হয়।’ এই নেত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি হবে কল্যাণমুখী, যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। জারা বলেন, ‘আমরা কর কাঠামো নতুন করে ঢেলে সাজাব, যেন ধনী-গরিবের বৈষম্য দূর হয়।’