ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। এদিন মোট ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সিইসি অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মেজর কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এমনটি যেন ভবিষ্যতেও না ঘটে, তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। কোনো ধরনের বৈষম্য বা অসমতা দেখা দিলে, লিখিতভাবে জানালে বিধি মোতাবেক ব্যবস্থা নেব। মঙ্গলবার থেকে নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। তিনি বলেন, ভোট প্রদানে জটিলতা এড়াতে হলে হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে ভোট দেওয়া যাবে। মঙ্গলবার সকাল ১১টায় সিনেট হলে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে আচরণবিধি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া উমামা ফাতেমার বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করে প্রচারণা চালানোর বিষয়ে কমিশনের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি বলেও জানানো হয়।