পবিত্র রমজানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে বাংলাদেশি শিক্ষার্থীরা ইফতার করতে আসেন হাজার বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ আল-আজহারে। এক হাজার পঁচাশি বছর বছরপূর্তি উপলক্ষে মসজিদটিতে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান। এতে দেখা মিলে শতশত বাংলাদেশি শিক্ষার্থী সহ দেশ থেকে মিশরে ঘুরতে আসা বেশ কয়েকজন বাংলাদেশি পর্যটকদের। মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন 'ইত্তেহাদ' এর সভাপতি এসএম ফকরুল ইসলাম সপরিবারে এসেছেন মসজিদটিতে ইফতার করতে। তিনি বলেন, মাতৃভূমি, পরিবার, বন্ধু-বান্ধব, প্রিয়জনদের ছেড়ে এই প্রথম বিদেশের মাটিতে রমজান মাস অতিবাহিত করছি। দেশীয় আমেজ মিস করলেও বিশ্বের নানা দেশের প্রায় ৭হাজার শিক্ষার্থীর সঙ্গে ইফতার করতে অন্যরকম ভালোলাগা কাজ করে।