হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ ও ইসরাইলের রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেছেন। ৪ অক্টোবর লেবাননে এক স্মরণসভায় তিনি বলেন, ইসরাইল সামরিক আগ্রাসন ও অবরোধের মাধ্যমে যা অর্জনে ব্যর্থ হয়েছে, তা এখন কূটনৈতিকভাবে হাসিল করতে চাইছে। কাসেমের মতে, এই পরিকল্পনা ‘গ্রেটার ইসরাইল’ প্রকল্পের অংশ, যা শুধু গাজা ও পশ্চিম তীর নয়, বরং জর্ডান, লেবানন ও সিরিয়ার কিছু অংশকেও অন্তর্ভুক্ত করে। তিনি সতর্ক করে বলেন, এই পরিকল্পনা একসময় পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠবে, তাই সবারই এর বিরোধিতা করা উচিত। কাসেম আরও জানান, প্রস্তাবটি গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন।