রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, যা রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪০,০০০ বাসিন্দাকে বিদ্যুৎবিহীন অবস্থায় রেখেছে বলে জানিয়েছেন গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ। হাসপাতালগুলো জরুরি পরিষেবা চালানোর জন্য জেনারেটরের উপর নির্ভর করছে। হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন ১০ বছর বয়সি শিশু। অন্যদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা পোল্যান্ড সীমান্তের কাছে লভিভে রুশ হামলার কারণে বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়েছেন এবং চারজন বেসামরিক নিহতের দাবি করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তু হলো অস্ত্র কারখানা ও জ্বালানি অবকাঠামো, এবং বেসামরিকরা তাদের উদ্দেশ্য নয়। ২০২২ সালের শরৎকাল থেকে রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।