রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের সুমি অঞ্চলের শোস্তকা শহরে একটি যাত্রীবাহী ট্রেনস্টেশনে অন্তত একজন নিহত ও ত্রিশাধিক আহত হয়েছেন। শনিবার সকালবেলায় হামলার পর ট্রেনে আগুন ধরে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়েছেন। প্রসিকিউটররা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ৭১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, রাশিয়া ‘ডাবল ট্যাপ’ কৌশল প্রয়োগ করেছে—প্রথম হামলার পর উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় আঘাত। হামলার পর শোস্তকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গত দুই মাস ধরে রাশিয়া প্রায় প্রতিদিনই ইউক্রেনের রেল ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে। সর্বশেষ হামলায় ৫০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়েছে। এদিকে, ইউক্রেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে কিরিশি তেল শোধনাগারে পাল্টা ড্রোন হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে, পূর্ব ইউক্রেনে রুশ হামলায় ফরাসি ফটোসাংবাদিক আনতোয়ান লালিকান নিহত হয়েছেন।