সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, রায়কে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি বা অস্থিরতা সৃষ্টি হয়নি। তিনি বলেন, বিজয় দিবসের কর্মসূচি আগের মতোই হবে, শুধু প্যারেড অনুষ্ঠিত হবে না। সাংবাদিক অপহরণের বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, তিনি বিষয়টি প্রথমবার শুনেছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।