সিরিয়ার উৎখাত হওয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার রাজধানী মস্কোতে নির্জন ও বিলাসবহুল জীবনযাপন করছেন বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে। ২০২৪ সালের ৮ ডিসেম্বর রুশ বাহিনীর সহায়তায় দেশত্যাগের পর তিনি আবারও তার পুরোনো পেশা চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেছেন। বর্তমানে তিনি রুশ ভাষা শিখছেন এবং চিকিৎসা দক্ষতা পুনর্দীক্ষণ করছেন।
আল-আসাদ পরিবার মস্কোর পশ্চিমাঞ্চলের রুবলিওভকার অভিজাত গেটেড কমপ্লেক্সে বসবাস করছে, যেখানে রাশিয়ার উচ্চপদস্থ রাজনীতিক ও ধনীরা থাকেন। রুশ কর্তৃপক্ষ তাদের ওপর ঘনিষ্ঠ নজরদারি রাখছে এবং বাইরের যোগাযোগ সীমিত করেছে।
রাশিয়ার কূটনৈতিক সূত্র জানিয়েছে, আসাদ নিরাপদে আছেন কিন্তু কোনো রাজনৈতিক বা গণমাধ্যম কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তার সন্তানরা নতুন জীবনে মানিয়ে নিচ্ছে—কন্যা জেইন এমজিআইএমও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন, আর পুত্র হাফেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছদ্মনামে সক্রিয়।