১৭ অক্টোবর, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল আন্দোলনকারী রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারা তাদের তিনটি দাবিকে আসন্ন জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি করছিল। দুপুর ১:৩০টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে সংঘর্ষ শুরু হয়, যেখানে ভেতরে এবং বাইরে থাকা আন্দোলনকারীরা বোতল, চেয়ার, ইট ও পাথর নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে। সংঘর্ষে কয়েকটি পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়, রাস্তার কিছু স্থানে আগুন ধরা হয় এবং কয়েকজন আহত হয়। ঘটনার পর শেরেবাংলা নগর থানায় প্রায় ৮০০–৯০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত একজন, রিমন চন্দ্র বর্মন, গ্রেফতার হয়েছে। তদন্ত এখনও চলমান।