সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবাজার এলাকায় শনিবার দুপুরের আগে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে ওভারটেক করতে গিয়ে মসজিদের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। প্রিয় এন্টারপ্রাইজের বাসটি প্রথমে স্যানিটারি মালামাল বোঝাই একটি ভ্যানগাড়িতে ধাক্কা দিয়ে সীমান্তবাজার উত্তর জামে মসজিদের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এতে ভ্যানচালক ফরিদ গুরুতর আহত হন এবং তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় মসজিদের দেয়াল, জানালা, মেঝে ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়।
বাসটি চালাচ্ছিলেন মান্নান নামের এক হেলপার, যিনি কাজিপুর থেকে সিরাজগঞ্জগামী যাত্রী নিয়ে রওনা হয়েছিলেন। তিনি নিজেও মাথায় আঘাত পান এবং কয়েকটি সেলাই নিতে হয়। বাসের মালিক আরজু বলেন, হেলপাররা গাড়ি চালালে দুর্ঘটনা ঘটতেই পারে। কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, ভ্যানগাড়িতে থাকা মালামালও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসটির সামনের অংশ ভেঙে গেছে।