তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের কোকায়েলি প্রদেশের কিউবুকলুবালা এলাকায় রাশিয়ার তৈরি একটি মানবহীন ড্রোন বিমান (ইউএভি) বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি ওরলান-১০ মডেলের, যা সাধারণত গোয়েন্দা ও নজরদারির কাজে ব্যবহৃত হয়। মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, ড্রোনটিতে ক্ষতির চিহ্ন রয়েছে, তবে এটি গুলি করে ভূপাতিত করা হয়েছে নাকি কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, তা নিশ্চিত করা যায়নি। কয়েক দিন আগেই কৃষ্ণ সাগর থেকে তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা আরেকটি ড্রোন তুর্কি বাহিনী ভূপাতিত করেছিল। এই ঘটনাগুলো এমন সময় ঘটছে যখন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান কৃষ্ণ সাগরকে রাশিয়া-ইউক্রেনের ‘সংঘাতের ক্ষেত্র’ হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি ইউক্রেনের ওডেসার কাছে রাশিয়ার বিমান হামলায় একটি তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর আঙ্কারা ও মস্কোর সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, তুরস্ক এই ঘটনাটি কূটনৈতিকভাবে রাশিয়ার সঙ্গে আলোচনায় তুলতে পারে।