ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার দক্ষিণাঞ্চলের দখলকৃত এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জেরুজালেম পোস্টের ১৯ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু সামরিক বিমানে ওই অঞ্চলে পৌঁছে সেনাদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রশংসা করেন। তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তারা। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিরিয়া ও জাতিসংঘ এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। গত বছর বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসরায়েল গোলান মালভূমির বাফার জোনে সেনা মোতায়েন রেখেছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।