Web Analytics
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। দেশটির রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মার্কিন সেনারা। শুক্রবার দিবাগত রাতে সংঘটিত এই নজিরবিহীন অভিযানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি জানান, মাদুরো দম্পতিকে শিগগিরই মার্কিন আদালতে তোলা হবে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তাদের যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে এবং ফৌজদারি আইনে বিচার হতে পারে।

বিশ্লেষকেরা ঘটনাটিকে ১৯৮৯ সালের পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নেরিয়েগা ও ২০০৩ সালের ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আটক করার ঘটনার সঙ্গে তুলনা করেছেন। তবে কারাকাসে কোনো যুদ্ধ ছাড়াই প্রেসিডেন্টকে আটক করার ঘটনা নজিরবিহীন। ওয়াশিংটন অভিযোগ করেছে, মাদুরো সরকার তেল চুরি করে তা মাদক পাচার ও সন্ত্রাসে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে এবং সরকারকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা দেয়।

মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলার ভবিষ্যৎ অনিশ্চিত। কেউ কেউ মনে করছেন, দেশটিতে গণতান্ত্রিক উপায়ে নতুন সরকার গঠিত হতে পারে। বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ও এদমুন্দো গনজালেস উরুতিয়ার নাম সম্ভাব্য নেতৃত্বে আলোচনায় রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!