এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, মানুষ কেবল নির্বাচন ও ক্ষমতার মুখচ্ছবি পাল্টাতে নয়, পুরো ভাঙাচোরা ব্যবস্থা বদলাতে রাস্তায় নেমেছে। কক্সবাজারে এক পথসভায় তিনি বলেন, মানুষের অধিকার রক্ষার জন্যই আন্দোলন চলছে। গুলি ও গুমের সংস্কৃতি বন্ধ করে জবাবদিহি ও বিচার নিশ্চিত করতে হবে। যারা শহীদ হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি আরও বলেন, এনসিপি এমন রাজনীতি চায় যেখানে মানুষের ভাষাই দলের কণ্ঠস্বর হয়ে ওঠে।