গণঅধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান আল মামুন। রোববার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বলে ২৮ ডিসেম্বর ২০২৫ প্রকাশিত আমার দেশ প্রতিবেদনে জানানো হয়েছে। সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়ায় পদটি শূন্য হয়ে পড়েছিল।
রাশেদ খানের বিএনপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ সহজ হবে। তার দলত্যাগের পর গণঅধিকার পরিষদের মধ্যে নতুন সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়। অবশেষে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা হাসান আল মামুন নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে হাসান আল মামুন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন। রাশেদ খানের প্রস্থানের পর তার নেতৃত্বে গণঅধিকার পরিষদে নতুন নেতৃত্বের সূচনা হলো।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।