ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ২৪ অক্টোবর দক্ষিণ লেবাননের তুল শহরের কাছে ড্রোন হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের লজিস্টিক প্রধান আব্বাস হাসান কার্কিকে হত্যার দাবি করেছে। আইডিএফ জানিয়েছে, কার্কি হিজবুল্লাহর যুদ্ধ ক্ষমতা পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তা করেছেন এবং অঞ্চলে অস্ত্র স্থানান্তর ও সংরক্ষণ তদারকি করেছেন। আইডিএফ বলেছে, তার কর্মকাণ্ড ইসরাইল ও লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন করেছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় হামলায় দু’জন নিহত ও দু’জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে, তবে কার্কির মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। এটি ইউএস-মধ্যস্থতায় ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির পরও চলমান উত্তেজনার মধ্যে ঘটেছে, যেখানে আগের সংঘাতে ৪,০০০+ মানুষ নিহত, ১৭,০০০+ আহত এবং প্রায় ১৪ লাখ লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে।