Web Analytics
ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য ‘আমি প্রবাসী’ অ্যাপ চালু করেছে নতুন ভিসা যাচাই সেবা। ২০২৬ সালের ১১ জানুয়ারি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপটির মালিকানাধীন প্রতিষ্ঠান জানায়, এখন থেকে প্রবাসীরা যাত্রার আগে ১৬৭৬৮ নম্বরে কল করে সহজেই তাদের ভিসা যাচাই করতে পারবেন। অ্যাপ ও হেল্পলাইনের মাধ্যমে এই সেবা গ্রহণ করা যাবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রবাসী কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করা। প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার তথ্য দিলে ‘আমি প্রবাসী’ টিম তা যাচাই করবে। যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো হবে, যেখানে জানানো হবে ভিসাটি বৈধ নাকি অবৈধ। যদি কোনো তথ্য সার্ভারে না পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেওয়া হবে।

সেবাটি ইতোমধ্যে চালু হয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসার বৈধতা নিশ্চিত করার একটি নির্ভরযোগ্য উপায় হিসেবে কাজ করবে।

Card image

Related Videos

logo
No data found yet!