দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারি খাস জমি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি দখলের অভিযোগে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও রাজউকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
দুদক জানায়, ২০১৩ সালে লিয়াকত আলী খান প্রায় আড়াই একর জমি নিয়ে এক ভুক্তভোগীর সঙ্গে চুক্তি করেন, কিন্তু মূল্য পরিশোধ ও রেজিস্ট্রেশন সম্পন্ন না করেই মালিকানা দাবি করে মামলা করেন। আদালত ওই জমির ওপর স্থিতাবস্থা জারি করে, যা এখনও বহাল রয়েছে। অভিযোগ রয়েছে, মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় রাজউকের কিছু কর্মকর্তা মালিকানা যাচাই ছাড়াই রূপায়ণের পক্ষে ভূমি ব্যবহার, প্রকল্প ও নির্মাণ অনুমোদন দেন। রূপায়ণ মোট ৪১ দশমিক ৫৪৮ একর জমির প্রকল্প অনুমোদন নিলেও বৈধ কাগজপত্র ছিল মাত্র ১৬ দশমিক ৩২ একরের জন্য।
প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করা হয়। অন্যান্য আসামির মধ্যে রয়েছেন রূপায়ণের এস্টেট অফিসার সাজ্জাদ হুসাইন ও রাজউকের কয়েকজন পরিকল্পনাবিদ ও নকশাকার। মামলায় সরকারি খাস জমি ও ভাওয়াল এস্টেটের সম্পত্তি অবৈধভাবে প্রকল্পে অন্তর্ভুক্ত করার অভিযোগও রয়েছে।