রোববার ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদলকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। শিবির সভাপতি আরো বলেন, ‘ছাত্ররাজনীতি নিয়ে যে জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্রসংগঠনের আধিপত্যনীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এই সময় তিনি কুয়েট ও এমসি কলেজের ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করে ছাত্রদলের দায় চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তামিরুল মিল্লাতের শিক্ষার্থীকে ছাত্রদলের আঘাতের ঘটনায় বিচার দাবি করেন এই নেতা।