ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একাত্তর সালের ইস্যুটা ছিল টিক্কা খান ও ভুট্টোকে কেন্দ্র করে। তাদের সরাসরি মদদে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। এক টকশোতে তিনি বলেন, এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত। শিবির সভাপতি বলেন, ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছিলেন শেখ মুজিব। এই ছেড়ে দেওয়ার দায় দিলে শেখ মুজিবের মরণোত্তর বিচার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এই সময় জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি, বাংলাদেশে পক্ষ বিপক্ষের রাজনীতিকে খতম করে একটা ইনক্লুসিভ রাজনীতির সূচনা করেছিলেন বলে। স্বাধীনতা বিরোধীদের জিয়াউর রহমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী করেছিলেন, এই তথ্যও তিনি উল্লেখ করেন।