সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তৃতীয় দিনের শুনানিতে অংশ নিয়ে ২০০১ সালের আসন ফেরত দেওয়ার দাবি তুলেছেন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার এলাকার অংশগ্রহণকারীরা। তারা জানান, ২০০৮ সালে কেটে নেওয়া আসন পুনরুদ্ধার না হওয়ায় তারা ক্ষুব্ধ। ঢাকার সাভার ও আশুলিয়ার বাসিন্দারা পৃথক আসনের দাবি জানান। অন্যদিকে গাজীপুরে একটি আসন বাড়ানোয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির কয়েকজন স্থানীয় নেতা। মঙ্গলবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার মোট ২৮টি আসনের ওপর ৩০৯ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে খসড়া সীমানার বিরুদ্ধে ছিল ২৫৯টি এবং পক্ষে ছিল ৫০টি আবেদন।