যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ রোধ করা গেছে। তিনি বলেন, ‘আমরা তাদের স্পষ্টভাবে বলেছিলাম, যদি যুদ্ধ চলতে থাকে, আমরা তাদের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করব না। তারা তখন পারমাণবিক যুদ্ধের পর্যায়ে চলে যেতে পারত। সেটি থামানো খুবই গুরুত্বপূর্ণ ছিল।’ তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই দাবির খণ্ডন করে বলেছেন, ভারত কখনো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায়নি এবং যুদ্ধবিরতি হয়েছিল সরাসরি দুই দেশের সামরিক বাহিনীর আলোচনা মাধ্যমে। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি বা যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হয়নি।