ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরাইলের স্পষ্ট ও উসকানিমূলক আগ্রাসনের জবাবে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার যে স্বাভাবিক অধিকার ইরানের রয়েছে, পাকিস্তান সেই অধিকারকে পূর্ণ সমর্থন করে।’ ইসহাক দার বলেন, ‘আমরা ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানাচ্ছি এবং ইসরাইলের অন্যায়, অবৈধ ও ভিত্তিহীন আগ্রাসনের কঠোরতম ভাষায় নিন্দা জানাই। বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলায় বহু নিরীহ মানুষের প্রাণহানিতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’ বিবৃতিতে ইসহাক ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন আইন ও চুক্তির লঙ্ঘন উল্লেখ করে বৈশ্বিক নাগরিকদের নিরাপত্তার খাতিরে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।