জামায়াত আমির শফিকুর রহমানের বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে দলের সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন। তিনি বলেন, হাসপাতালের ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়েছে। ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনি এক পরিস্থিতিতে তিনি ইন্তেকাল করেন। আরো বলেন, আল্লামা সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় তার জানাজা আদায় করতেও দেওয়া হয়নি। লাখ লাখ তৌহিদী জনতা ঢাকায় জানাজা আদায়ের দাবি জানালে পুলিশ নিপীড়ন চালায়। অবশেষে আল্লামার লাশ পিরোজপুর গ্রামের বাড়িতে নিয়ে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। বিবৃতিতে জামায়াত আমির আল্লামা সাঈদীর বর্ণাঢ্য খেদমতী জীবনের স্মরণ করেন, তাঁর মওতকে শহীদি মওত হিসেবে কবুল করার জন্য দোয়া করেন এবং খেদমত জিইয়ে রাখার ইরাদা জানান।