জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবার লিখিত নয়, শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মূল্যায়নে বৈষম্য কমানো এবং শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা ও কুমিল্লা—এই চার শহরে একই প্রশ্নে একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৭২ নম্বর থাকবে এমসিকিউতে, বাকিটা এসএসসি ও এইচএসসি জিপিএর ওপর নির্ভর করবে। অনুষদভেদে বিষয় নির্ধারণ করা হয়েছে, যেমন ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান বিষয়। অনলাইনে আবেদন শুরু হবে ২০ নভেম্বর এবং চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি ইউনিটভেদে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। বিভিন্ন ইউনিটের পরীক্ষা ১৩ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।