রোববার বিকালে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভে পাহাড়ের জুম্ম জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় বাহিনীর গুলির বিচার দাবি করেছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা। পাশাপাশি, সংঘবদ্ধ ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিও করেন তারা। এ সময় খাগড়াছড়িতে পাহাড়িদের ওপর হামলা-লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ করে জড়িতদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। তাদের অভিযোগ, যেখানে রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা দেয়া, সেখানে তারা উল্টো গুলি করছে। এক দেশে দুই ধরনের শাসন ব্যবস্থা চলতে পারে না। প্রসঙ্গত, খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ চলাকালে আজ গুইমারায় একটি বাজারে আগুন দেয়ার ঘটনা হয়েছে। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। দু’পক্ষের বিরোধের জেরে খাগড়াছড়িতে চলছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা।