Web Analytics
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করা হয়নি। রোববার সন্ধ্যায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদ্দামের পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট বা কারাগার কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত আবেদন জমা পড়েনি। পরিবারের মৌখিক অনুরোধে যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়। মানবিক বিবেচনায় যশোর জেলা প্রশাসন ও কারাগার কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্যারোল আবেদন সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। তারা গণমাধ্যমকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!