মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ-এ লিখেছেন, 'গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।’ যদিও এই বার্তায় নির্দিষ্টভাবে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বা দখলদার ইসরাইলের নাম উল্লেখ করেননি ট্রাম্প। তবে পোস্টের ভাষা দেখে ধারণা করা হচ্ছে, ট্রাম্প ইসরাইলকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের মসনদ টিকিয়ে রাখতেই গাজার যুদ্ধবিরতির চুক্তি চাচ্ছেন না বলে জানিয়েছেন এক জিম্মির মা।
Related Videos
Donald Trump turns his attention to a ceasefire in Gaza
29 Jun 25
Sky News host Caleb Bond discusses how United States President Donald Trump pushing for a ceasefire in Gaza.
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।