ছাত্রজনতা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ভারতে বসে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন পলাতক শেখ হাসিনা। গুম, বিচার বহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হাসিনাকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান ফেসবুকে লিখেছেন, "হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। পুরনো বস্তাপচা মিথ্যাই কেবল উগড়ে দিচ্ছেন!" পোস্টে আরো বলা হয় শেখ হাসিনার ছিল ক্রমাগত মিথ্যের ফুলঝুরি জড়াবার মতো সৃজনশীল দক্ষতা, তবে এখন নতুন করে আর পারছেন না। করতে পারছেন না বিশ্বাসযোগ্য ধাপ্পাবাজি, উদ্ভাবন করতে পারছেন না নতুন ধারার কুৎসিত গালিগালাজও! লাখো কোটি টাকা লুটের পর তার ত্যাগের গল্পও খাচ্ছে না লোকে, হত্যার দায়ও ষড়যন্ত্র তত্ত্বও পড়া হয়ে গেছে অনেকবার! আহাম্মকের স্বর্গবাসী ছাড়া কেউ বিশ্বাস করবে না তার পুনরুত্থানের স্বপ্ন!