রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কাজলা টোলপ্লাজার অদূরে ব্যাটারিচালিত অটোরিকশার যান্ত্রিক ত্রুটি সারানোর সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক শাহনেওয়াজ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বাবুল হাওলাদারের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় এবং তিনি শনির আখড়ায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যান ও চালককে শনাক্ত করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।