রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে কৃষিবিদ ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (শরীয়তপুরের নড়িয়া উপজেলা), যিনি ফুটপাত দিয়ে হাঁটছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোরেল চলাচলের সময় হঠাৎ ওপর থেকে ভারী বিয়ারিং প্যাড পড়ে তার মাথায় লাগে, এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটির পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সারাদেশে এ নিয়ে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ প্রশ্নে উদ্বেগ দেখা দিয়েছে।