ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যদি ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি চান, তাহলে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য কথা বলা থেকে দূরে থাকা উচিত। আরাগচি লেখেন, ‘ইরানিদের দৃঢ়তা ও জটিলতা বিশ্বের কাছে সুপরিচিত, যা কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল। আমাদের স্বাধীনতাকে মূল্য দেই এবং অন্য কাউকে আমাদের ভাগ্য নির্ধারণ করতে দেই না।’ আরও লেখেন, ‘শক্তিশালী ইরানি জনগণ বিশ্বকে দেখিয়েছে যে, আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস এড়াতে ইসরাইলের ‘বাবার’ কাছে ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারা হুমকি এবং অপমানকে সদয়ভাবে গ্রহণ করেন না। যদি ইসরাইলের ভ্রম তাদেরকে ভুল দিকে পরিচালিত করে, তাহলে ইরান তার আসল ক্ষমতা উন্মোচন করতে দ্বিধা করবে না আর তা ইরানের শক্তি সম্পর্কে যেকোনো বিভ্রান্তির অবসান ঘটাবে।