পাকিস্তানের কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতপন্থি হিসেবে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ‘খারিজি’ গোষ্ঠীর ২৩ সদস্য নিহত হয়েছে। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, ‘আযম-ই-ইস্তেহকাম’ নামে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক অভিযানে এই সন্ত্রাসীরা নিহত হয়। প্রথম অভিযানে ১২ জন এবং পরবর্তী গোয়েন্দা তথ্যনির্ভর অভিযানে আরও ১১ জন নিহত হয়। আইএসপিআর দাবি করেছে, নিহতরা ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। অবশিষ্ট সন্ত্রাসীদের ধরতে এলাকায় সাঁড়াশি অভিযান চলছে। সামরিক বাহিনী জানিয়েছে, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাস দমনে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আওতায় জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এসব অভিযান পরিচালিত হচ্ছে।