কুয়েট উপাচার্য, উপ উপাচার্যকে অপসারণ এবং নতুন নিয়োগসহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। এজন্য সকাল ৮টায় দুটি বাসে ৮০ শিক্ষার্থী ঢাকায় রওনা দিয়েছেন। এ সময় শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল। তারা বলেছেন, চরম অনিরাপত্তায় ভুগছি। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে ক্যাম্পাসে ফিরবেন না, অন্য কোথাও নিরাপদ স্থানে থাকবেন ও অনলাইনে কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানিয়েছে কুয়েট শিক্ষার্থীরা। ই-মেইলের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি পাঠানোর তিন দিন পরও রেসপন্স পাননি তারা। চিহ্নিত আসামির বদলে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। এতে ক্ষুব্ধ তারা!