মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে টানা তৃতীয় সপ্তাহ ধরে চলছে জেন জি তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভ। পানি ও বিদ্যুতের সংকটের প্রতিবাদ দিয়ে শুরু হওয়া এই আন্দোলন এখন দুর্নীতি, বৈষম্য ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলনে রূপ নিয়েছে। রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে, এছাড়াও টোলিয়ারা ও দিয়েগো সুয়ারেজে সংঘর্ষের খবর পাওয়া গেছে। জাতিসংঘ জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে, যদিও সরকার এই তথ্য অস্বীকার করেছে। গত সপ্তাহে মন্ত্রিসভা ভেঙে দিয়েও রাজোয়েলিনা বিক্ষোভ থামাতে পারেননি। তিনি জানিয়েছেন, পদত্যাগের কোনো পরিকল্পনা নেই তবে সংলাপের জন্য তিনি প্রস্তুত। বিভিন্ন সংগঠন বিক্ষোভকারীদের নিরাপত্তা ও আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে।