Web Analytics
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি সেনা সদস্যের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকালে লাশবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেনাবাহিনীর পক্ষ থেকে সামরিক মর্যাদায় মরদেহ গ্রহণ করা হয়। নিহতরা ১৩ ডিসেম্বর কাদুগলি লজিস্টিকস বেইসে দায়িত্ব পালনকালে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় শহীদ হন।

বাংলাদেশ সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ওই হামলায় আরও নয়জন শান্তিরক্ষী আহত হন, তবে সবাই বর্তমানে শঙ্কামুক্ত এবং চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে একজন ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। নিহতদের মধ্যে কর্পোরাল মাসুদ রানা ও পাঁচজন সৈনিক রয়েছেন, যাদের মরদেহ নিজ নিজ জেলায় দাফনের প্রস্তুতি চলছে।

এই হামলা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ, যা বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ, ভবিষ্যতে এমন ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!