আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থিতিশীলতা ও রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জুলাই সনদে সই করার আহ্বান জানিয়েছে সরকার। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকটি অনুষ্ঠিত হয় যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে। এনসিপির প্রতিনিধিদলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। সরকারের এই আহ্বানকে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগের দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতের দাবি জানায় এবং দলীয় ব্যক্তিদের অপসারণের আহ্বান জানায়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।