জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, তার দল নির্বাচিত হলে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। শনিবার দুপুরে বগুড়ার আলফাতুন্নেসা মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, বগুড়াকে পূর্বের মতো শিক্ষা ও সমৃদ্ধির নগরীতে পরিণত করা হবে এবং চাঁদাবাজি বন্ধ করা হবে।
বক্তৃতায় জামায়াত আমির বলেন, তার দল চাঁদাবাজি, টাকা পাচার বা সন্ত্রাসে জড়াবে না এবং কাউকেও তা করতে দেবে না। তিনি মায়েদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের বলে উল্লেখ করেন এবং নারীদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ ও নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
যুবকদের উদ্দেশে তিনি বলেন, বেকার ভাতা নয়, বরং কাজ শেখানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি ভোটারদের আহ্বান জানান ‘হ্যাঁ’ ভোট ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দশ দলীয় ঐক্য জোটের প্রার্থীদের বিজয়ী করতে, যাতে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া যায়।