দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুগ্ম সদস্য সচিব পদ থেকে মাহিন সরকারকে বহিষ্কার করেছে এনসিপি। এ বিষয়টি তিনি টকশোতে বসে জানতে পেরেছেন। ওই টকশোতে মাহিন বলেন, ‘একটি মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, এইটা তো ছাত্র-রাজনীতি হয়ে যায় তাদের জবাবে, কিন্তু কোন গ্রাউন্ডে, কোন নীতির আলোকে আমি ডাকসুতে যেতে পারব না, সেটি কিন্তু আমি আসলে জানতে পারিনি। যদি আরেকটু ব্যাখ্যা করত, তাহলে ভালো হতো।’ তিনি বলেন, ‘তারা আমার কাছে জবাব চাইছিল, আমি সরাসরি তাদের কাছে জবাব দিয়েছি কিন্তু বহিষ্কারের কারণ কী, আমি এখন পর্যন্ত জানি না।' মাহিন বলেন, ‘আমাকে কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আলোচনা করেছি যে এই বিষয়ে তাদের আসলে সিদ্ধান্ত কী? একটা ঘটনা শুধু ঘটলেই হয় না, সেইটার পেছনে কিন্তু দলের ইমেজ অনেকটা ক্ষুণ্ন হয়। সেই জায়গা থেকে তাদের জানিয়েছিলাম।’ তিনি বলেন, 'তারা আমাকে বলেছিলেন যে পদত্যাগপত্র যেন আমি তাদের কাছে জমা দিই। আমি বলেছি, পদত্যাগপত্র যে দেব সেটির আসলে মূল কারণটা কী? কারণটা আমাকে আর কি পুরোপুরি বলে নাই।’ প্রসঙ্গত, ডাকসুতে জিএস পদে মনোনয়ন ফরম নেওয়ায় বহিষ্কার হন মাহিন। ধারণা করা হচ্ছে, বাগছাসের স্বার্থ রক্ষায় এটি করা হয়েছে।